বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (সদর গার্লস) এক এসএসসি পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে তার সহপাঠীর বিরুদ্ধে। লেলিয়ে দেয়া এক বন্ধুদের সাথে সম্পর্ক না করায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওই ছাত্রীর।
তবে অভিযুক্ত ছাত্রীর দাবি, তার মায়ের সাথে ওই ছাত্রী দুর্ব্যবহার করেছে। তিনি এর প্রতিবাদ করলে তাকে বরং আঘাত করে সে।
ঘটনাটি গত ৩০ নভেম্বরের হলেও এ ঘটনায় গত মঙ্গলবার প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আক্রান্ত ছাত্রীর বাবা। একই সাথে ওই ছাত্রী ও তার মাসহ ৪ জনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় অভিযোগ দিয়েছেন তার মা। তবে অভিযুক্ত ছাত্রীর মা এই অভিযোগ অস্বীকার করেছেন।
এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা বলেছেন সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন এবং কোতয়ালী থানার ওসি আজিমুল করিম।
এদিকে, কোতয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম জানান, মোসাম্মত মৌসুমীর লিখিত অভিযোগ মামলা হিসেবে রুজু হয়েছে। তবে এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার হয়নি।
অপরদিকে, সরকারি বালিকা বিদ্যালয় স্কুল ছুটির সময় শিক্ষার্থীরা গেটের বাইরে বখাটেদের ইভটিজিংয়ের শিকার হন এবং বিষয়টি দেখার কেউ নেই বলে জানিয়েছেন ওই স্কুলের দারোয়ান।