fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকরাশিয়ার সামরিক অভিযান নিয়ে পূর্বাভাস না দেওয়ায় পদচ্যুত ফ্রান্সের গোয়েন্দা প্রধান

রাশিয়ার সামরিক অভিযান নিয়ে পূর্বাভাস না দেওয়ায় পদচ্যুত ফ্রান্সের গোয়েন্দা প্রধান

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান(Russia-Ukraine War) নিয়ে পূর্বাভাস না দেওয়ায় পদ হারালেন ফ্রান্সের গোয়েন্দা প্রধান জেনারেল এরিক ভিদাউদ।

বৃহস্পতিবার(৩১ মার্চ) ফরাসি গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি(BBC)।

প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএসই (DGSE) পরিচালক জেনারেল ভিদাউদকে ‘অপ্রতুল ব্রিফিং’ এবং ‘দক্ষতার অভাব’ এর কারণে বরখাস্ত করা হয়েছে।

ফ্রান্সের চিফ অব ডিফেন্স স্টাফ থিয়েরি বুরখার্ড স্থানীয় ‘লে মন্ডে’ পত্রিকার সঙ্গে একটি সাক্ষাৎকারে স্বীকার করেছেন। ভিদাউদকে তখনই বরখাস্ত করা হয়েছে যখন ফরাসি গোয়েন্দা সংস্থাগুলো  বুঝতে পেরেছে যে, এটি ইউক্রেনে রাশিয়ার অভিযান নিয়ে ভুল বিশ্লেষণ করা হয়েছে, যা মার্কিন মূল্যায়নের বিপরীতে চলেছিল।

উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনের লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলকে গত ২১ ফেব্রুয়ারি আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরপর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরই মধ্যে বৃহস্পতিবার ৩৬তম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সক্ষমতা অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাও করে যাচ্ছে ইউক্রেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments