বিসিবির(বাংলাদেশ ক্রিকেট বোর্ড) উদ্যোগে আয়োজিত ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্টে জাতীয় সঙ্গীত বিকৃতভাবে গাওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
জোটের অভিযোগ, ‘বাংলাদেশ ন্যাশনাল এন্থেম, ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম অর্ডার- ১৯৭২’ এবং ‘ন্যাশনাল এন্থেম রুলস অ্যামেন্ডড-২০২২’ এবং প্রচলিত গায়নরীতি উপেক্ষা করে সেদিন ২৯ মার্চ জাতীয় সঙ্গীত উপস্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার(৩১ মার্চ) সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক জোট গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে ওই ঘটনার নিন্দা জানায়।
বিবৃতিতে বলা হয়েছে, আমরা ক্ষুব্ধতার সাথে লক্ষ্য করছি যে, গত ২৯ মার্চ বিসিবির উদ্যোগে মিরপুর স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত কনসার্টে সরকারি নীতিমালা লঙ্ঘন করে বিকৃতভাবে জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে।
সেদিনের পরিবেশনায় নিয়ম বহির্ভূতভাবে প্রিলুড সংযোজন, কণ্ঠ হারমোনাইজ করা, পুরুষ ও মহিলা কন্ঠ আলাদাভাবে ডুয়েট গানের মতো গাওয়া এবং জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কোনো কোনো শিল্পীর হাত নাড়ানো-জাতীয় সঙ্গীতকে অসম্মান ও অবমাননার সামিল।
সম্মিলিত সাংস্কৃতিক জোট বলছে, এ ন্যক্কারজনক ঘটনায় ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট এই ঘটনার তীব্র নিন্দা জানায় এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়।