ফরিদপুরে নিউ সততা নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ম্যানেজারসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকরা হলেন, হোটেলের ম্যানেজার আজিজুল শেখ (৪৫) ও কর্মচারী রনি শেখ (৩২)।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ফরিদপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) রাকিবুল ইসলাম জানান, অভিযুক্তরা অবৈধভাবে টাকার বিনিময়ে আবাসিক হোটেলের রুম ভাড়া দিয়ে পতিতাবৃত্তির সুযোগ সৃষ্টি করে দেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় হস্তান্তর করা হয়।