fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িরাজনীতিশেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন, ততদিন ক্ষমতায় থাকবেনঃসমাজকল্যাণমন্ত্রী

শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন, ততদিন ক্ষমতায় থাকবেনঃসমাজকল্যাণমন্ত্রী

বুধবার আদিতমারী উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন, ততদিন ক্ষমতায় থাকবেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট দেউলিয়া হয়ে গেছে, জনগণ থেকে তারা আজ বিচ্ছিন্ন। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছেন।’

সমাজকল্যাণমন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে বলেন, ‘কয়েক কেজি চাল দিয়ে জনগণের পাশে থাকা যায় না। আপনারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন। ২০২৪ সালের আগে দেশে কোন নির্বাচন হবে না। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিত। ১৯৯১ সালে জামাত-বিএনপির সময় দেশ পিছিয়ে ছিল, বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। বিএনপি জামাত জোটের শাসন আমল দেশের মানুষ এখনও ভুলেনি।’

উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, ভাইস চেয়ারম্যান চিত্ত রঞ্জন রায়, জেসমিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম প্রমুখ।

এর আগে অপর এক অনুৃষ্ঠানে মন্ত্রী আদিতমারী উপজেলার ৮নং মহিষখোচা ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায়  বন্যায় পানিবন্দি ও নদী ভাঙ্গনের শিকার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রি বিতরন করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments