নারীদের সমান অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন শেখ হাসিনার সরকার দেশের উন্নয়ন নিশ্চিত করতে নারীর মর্যাদা ও ক্ষমতায়নে অগ্রগামী ভূমিকা পালন করছে। আর নারীদের অংশগ্রহণ আছে বলেই দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।
শুক্রবার দুপুরে সিংড়া গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজ মাঠে অনুষ্ঠিত উপজেলা, পৌর মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে পলক এসব কথা বলেন।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন মহিলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক শিরীন রুখসানা।
ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি কহিনুর খান, নাটোর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রত্না আহমেদ এমপি, সাধারণ সম্পাদক বিউটি আহমেদ, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমান প্রমুখ।