নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৬৭ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৩। এ সময় ১টি ট্রাক ও একটি পিকআপ জব্দ করা হয়।
আটককৃতরা হলেন-গাজীপুরের টুঙ্গিপূর্বের মো. সাগর (২৬), কুমিল্লার কোতায়ালীর অপ্রাপ্তবয়ষ্ক (১৭), অপ্রাপ্তবয়স্ক (১৬) এবং মো. ফরহাদ (২২)।
শুক্রবার রাতে র্যাব-৩ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার বিকেলে শিমরাইল মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার মো. খায়রুল কবীর জানান, আটককৃতরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং র্দীঘদিন যাবৎ কুমিল্লা থেকে গাঁজা ক্রয় করে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।