নারায়ণগঞ্জে সড়কে ট্রাক কেড়ে নিলো যুবকের প্রান। চাঁদমারি এলাকায় ট্রাকের চাপায় নিহত যুবকের নাম পচা। নিহত পচার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। পুলিশ বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে।
শনিবার দিবাগত রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।
ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) হুমায়ুন জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাক চালক পালিয়ে গেলেও তাকে ধরতে চেষ্টা চলছে। নিহতের নাম পচা বলে প্রাথমিকভাবে জানা গেছে।