fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িরাজশাহীচারঘাটরাজশাহীতে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে যুবক নিহত

রাজশাহীতে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে যুবক নিহত

রাজশাহীর চারঘাট উপজেলায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক খোকন আলী (৩৫) উপজেলার জোতকার্তিক গ্রামের মোজাহার আলীর ছেলে। এ ঘটনায় সিরাজুল ইসলাম (৪৫) নামে আরও এক ব্যক্তি আহত হয়েছেন।

শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় জোতকার্তিক গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরেই চারঘাট উপজেলার জোতকার্তিক আদর্শ গ্রাম জামে মসজিদের কমিটি নিয়ে বিরোধ চলছিল। এনিয়ে স্থানীয়দের মধ্যে দু’টি গ্রুপে বিভক্ত ছিল।

একপক্ষ কামরুজ্জামান মুকুল ও অন্য পক্ষে ছিলেন মুক্তার আলী। কামরুজ্জামান মুকুল ও মুক্তার আলী দুই পক্ষই মসজিদের সভাপতি পদের দাবিদার ছিলেন।

কিছুদিন আগে মুকুলের পক্ষের লোকজন মুকুলকে মসজিদটির সভাপতি ঘোষণা করে এবং মুক্তার ও তার  অনুসারীদের মসজিদ থেকে বের করে দেয়। এরপর থেকে মুক্তার গ্রুপের লোকজন স্থানীয় একটি আমবাগানে অস্থায়ী মসজিদ তৈরি করে নামাজ আদায় করছিলেন।

তবে শুক্রবার রমজান মাসের প্রথম জুমার দিন। তাই মুক্তার গ্রুপের লোকজন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে যায়। জুমা বাদেও আসর ও জোহরের নামাজ মসজিদেই পড়েন। কিন্তু পূর্বের ওই বিরোধের জেরে ইফতারের আগ মুহূর্তে মসজিদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় মুকুল গ্রুপের এক ব্যক্তির ধারালো ছুরির আঘাতে মুক্তার গ্রুপের খোকন আলী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে, মুকুল গ্রুপের সিরাজুল ইসলাম নামের আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

চারঘাট মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘মসজিদ কমিটি নিয়ে দুই গ্রুপ ইফতারের সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন মারা গেছেন। এনিয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে।’

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলছে বলেও জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments