fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকজন্মদিনের অনুষ্ঠানে ডেকে কিশোরীকে ধর্ষণের পর মৃত্যু

জন্মদিনের অনুষ্ঠানে ডেকে কিশোরীকে ধর্ষণের পর মৃত্যু

জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের পর ওই কিশোরীর মৃত্যুও হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় তৃণমূল নেতার এক ছেলেকে আটক করেছে পুলিশ। আটক যুবক নিহত ওই কিশোরীর প্রেমিক ছিল বলে দাবি তার পরিবার।

গত সোমবার ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার হাঁসখালির গ্যাড়াপোতা এলাকায় এই ঘটনা ঘটে।

কিশোরীর পরিবার জানায়, গ্যাড়াপোতা এলাকার পঞ্চায়েত সদস্যের ছেলে সোহেল গোয়ালির জন্মদিন ছিল। সেখানে দাওয়াত ছিল কিশোরীর। সেই অনুষ্ঠান গিয়েছিল সে। সেখান থেকে অনেক রাতে অপরিচিত এক নারী তাকে বাড়িতে দিয়ে আসে। তখন অসুস্থ ছিল কিশোরী। তার রক্তক্ষরণ হচ্ছিল। ভোরের দিকে মৃত্যু হয় তার। বিষয়টি এলাকার কাউকে জানায়নি পরিবারের সদস্যরা। মঙ্গলবার দাহ করা হয় মরদেহ।

এরপর ৯ এপ্রিল হাঁসখালি থানায় যান কিশোরীর পরিবারের সদস্যরা। তারা অভিযোগ করেন, জন্মদিনের পার্টির নামে ডেকে নিয়ে ধর্ষণ করেন সোহেল গোয়ালি। ঘটনার পর পরিবারকে ভয়ও দেখানো হয়। সেই কারণেই না কি পুলিশে খবর না দিয়ে মরদেহ দাহ করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments