fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িখুলনাকুষ্টিয়াকুষ্টিয়ায় শ্রমিকের পোড়ানো মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় শ্রমিকের পোড়ানো মরদেহ উদ্ধার

কুষ্টিয়া শহরের বটতৈল সেনের চাতাল এলাকায় নিখোঁজের তিন দিন পর রাব্বি (১৮) নামের এক শ্রমিকের পোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাব্বি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জঙ্গলী এলাকার আলিমের ছেলে। তিনি বটতৈল এলাকার একটি জুট মিলের শ্রমিক ছিলেন।

বুধবার রাতে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের সেনের চাতাল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) সাব্বিরুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, ‘নিহত রাব্বি বটতৈল এলাকায় একটি জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। তিন দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। এ ব্যাপারে তার বাবা আলিম কুমারখালী থানায় একটি সাধারণ ডায়রি করেছিলেন।’

নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের কোনো কারণ এখনো উদঘাটন করতে পারেনি।

তবে ওসি সাব্বিরুল আলম জানিয়েছেন, হত্যা রহস্য উদঘাটন এবং ঘাতকদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments