fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঢাকাগাজীপুরগাজীপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ, এক মাদকবিক্রেতা নিহত

গাজীপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ, এক মাদকবিক্রেতা নিহত

গাজীপুর সিটি করপোরেশনের পুবাইলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নজরুল ইসলাম নজু নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ‘বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নজরুল টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তি এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে।

র‌্যাব-১ এর সহকারী পু‌লিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান জানান, পুবাইল এলাকায় ছয়/সাতজন মাদকবিক্রেতা অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালানো হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদকবিক্রেতারা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও‌ পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদকবিক্রেতারা পিছু হটলে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, এক রাউন্ড গুলি, তিনটি শটগান, দুই হাজার ৫০০ পিস ইয়াবা ও গু‌লিবিদ্ধ অবস্থায় নজরুলকে উদ্ধার করা হয়। পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রবীর নামে র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নজরুলের বিরুদ্ধে মাদকসহ ১২টি মামলা রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments