মস্কোভার ডুবে যাওয়ার রেশ কাটতে দিচ্ছে না রুশ বাহিনী। হামলা চলছে দনেস্ক, লুহানস্ক ও খারকিভে। গত কয়েকদিনের হামলায় কিয়েভেই প্রায় ৯০০ জন বেসামরিক লোক নিহতের খবর জানালো শহরের পুলিশ প্রশাসন।
বিবিসি ও সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (১৫ এপ্রিল) কিয়েভের পুলিশ বিভাগের প্রধান আন্দ্রেই নিয়েবিতভ জানিয়েছে, এ অঞ্চল থেকে রুশ বাহিনী চলে যাওয়ার পরই বিভিন্ন স্থান থেকে প্রায় ৯০০ জন বেসামরিক মানুষের লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো পরীক্ষা করতে ফরেনসিক বিভাগেও পাঠানো হয়েছে।
পুলিশ প্রধান নিয়েবিতভ জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই গ্রামের সাদাসিধে লোকজন। তাদের অনেকের শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে।
তিনি বলেন, বুচা শহর থেকে সাড়ে তিনশ’র বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে রুশ সেনাদের নৃশংসতার প্রমাণ পাওয়া গেছে। এটা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে। তবে মস্কো বরাবরের মতো এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।
এদিকে রাশিয়ার ফ্ল্যাগশিপ জাহাজ ডুবির ঘটনায় দেশটির ইউক্রেনের ওপর আক্রমণ আরও জোরদার করতে পারে— এমন বিষয়টি মাথায় রেখে হামলা ঠেকাতে নিজেদের প্রস্তুত করছে ইউক্রেন। ইতোমধ্যে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন্ট দেশটিতে আরও অস্ত্র পাঠানোর কথা জানিয়েছেন।