পাকিস্তানের সীমান্ত থেকে আফগানিস্তানের কুনার প্রদেশের শেলটন বিভাগে চালানো রকেট হামলার তীব্র নিন্দা জানিয়েছে তালেবান।
তালেবানের দাবি, কুনার প্রদেশে পাকিস্তানের চালানো রকেট হামলায় পাঁচজন শিশু ও একজন নারী নিহত হয়েছেন।
শনিবার পাকিস্তানের উদ্দেশে একটি সতর্ক বার্তা পাঠিয়েছে আফগানিস্তানের বর্তমান শাসক তালেবান।
আফগানিস্তানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অডিও বার্তায় বলেন, পাকিস্তানের মাটি থেকে আফগানিস্তানের মাটিতে যে হামলা চালানো হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
তিনি আরও বলেন, এটি নৃশংসতা। এগুলো পাকিস্তান ও আফগানিস্তানের মধ্য বৈরিতার রাস্তা তৈরি করে দিচ্ছে। আমরা এমন পরিস্থিতি এড়াতে সব চেষ্টা চালাচ্ছি এবং আমাদের সার্বভৌমতাকে সম্মান জানানোর আহ্বান জানাচ্ছি।
আফগান মুখপাত্র পাকিস্তানকে হুশিয়ারি দিয়ে বলেছেন , পাকিস্তানের মনে রাখা উচিত সীমান্তে হামলা নিয়ে যদি দুই দেশের মধ্যে কোনো যুদ্ধ লেগে যায় তাহলে কিন্তু এ যুদ্ধে কিন্তু কারো লাভ হবে না।
পাকিস্তানের সেনাবাহিনী তালেবানের এমন কড়া ভাষায় সতর্কতার প্রতিক্রিয়ায় কিছু জানায়নি।
আফগানিস্তানের মাটি ব্যবহার করে জঙ্গিরা পাকিস্তানে হামলা করছে এমন অজুহাত দেখিয়ে হামলা করেছে পাকিস্তান।
আর এ রকেট হামলার পর খোস্তে পাকিস্তান বিরোধী সমাবেশ হয়েছে। সেখানে থাকা সাধারণ আফগানরা পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।
কুনারের বেশ কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, বিমান ব্যবহার করে পাকিস্তান বেসামরিক লোকদের ওপর হামলা করেছে।
সুত্রঃ যুগান্তর।