২০২১-২২ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসের আলোকেই প্রশ্নপত্র তৈরি করা হবে।
রোববার (১৭ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার প্রধান এ এইচ এম আসলাম হোসাইন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘১১ এপ্রিল ভর্তি পরীক্ষা সংক্রান্ত কমিটির সভায় এ বিষয়টি (সংক্ষিপ্ত সিলেবাসে প্রশ্নপত্র) অনুমোদিত হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়- এইচএসসি ২০২১ পরীক্ষায় বোর্ড কর্তৃক যে পাঠ্যসূচি বা সিলেবাস অনুসরণ করা হয়েছে, তার আলোকেই ২০২১-২২ শিক্ষাবর্ষে রাবির ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র করা হবে।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। মোট নম্বর থাকবে ১০০। অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান ১ দশমকি ২৫। এছাড়া পাঁচটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষা পাস নম্বর ৪০।
উল্লেখ্য, এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো ইতোমধ্যে সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষায় সম্মত হয়েছে।
সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে এই সিদ্ধান্তের কথা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো আগেই জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়েও এভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।