সিলেটের হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় চুরির অভিযোগে এক নারীকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। গতকাল ১৭ এপ্রিল বানিয়াচংয়ের প্রত্যন্ত হাওর এলাকার ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
- বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ এমরান হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি জানান, এ ঘটনায় রোববার গভীর রাতে ৫ জনকে আসামি করে নারীর স্বজনেরা একটি মামলা হয়েছে।
- ওই নারীর স্বামী ওয়াহেদ মিয়া গণমাধ্যমকে বলেন, পাশের বাড়ির আব্দুল খালিক ও তার ছেলেরা বাঁশের খুঁটি চুরির অভিযোগ তুলে আমাকে মারধর করতে থাকে। একপর্যায়ে আব্দুল খালিক তার দলবল নিয়ে আমার স্ত্রী সরলা বেগমকে ঘর থেকে তুলে নিয়ে তার বাড়ির কাঁঠাল গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়।’
- তিনি বলেন, ‘নির্যাতন সহ্য করতে না পেরে একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে সরলা। তারপরও চলে নির্যাতন।
- পুকড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ শামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মুমূর্ষু অবস্থায় সরলা বেগমকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করাই। তিনি বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।’
- এ খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসাইন ও পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেনসহ পুলিশের একটি দল।
এ বিষয়ে পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন গণমাধ্যমকে বলেন, অপরাধীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
অভিযুক্ত আব্দুল খালিকের মোবাইল নম্বর বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।