চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় বেসরকারি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের কনটেইনার ডিপোতে লরির চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম রাসেল (৩৫)। তিনি নগরীর মধ্যম হালিশহর এলাকার মোজাফফর রহমানের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সুত্রে জানা যায়, কনটেইনার ডিপোতে নতুন আসা কনটেইনার পরীক্ষার সময় দুর্ঘটনাবসত একটি লরি রাসেলকে চাপা দেয়। পরে রাসেলকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।