ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় তানিয়া খাতুন নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার আলমডাঙ্গা গ্রাম থেকে আজ শুক্রবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে তানিয়ার স্বামী ও শ্বশুর পলাতক।
তানিয়া শৈলকুপার ব্রাহিমপুর গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে ও একই উপজেলার আলমডাঙ্গা গ্রামের আসাদুল ইসলামের স্ত্রী। তানিয়াকে খুন করা হয়েছে, নাকি তিনি আত্মহত্যা করেছেন, সে ব্যাপারে নিশ্চিত হওয়া না গেলেও তানিয়ার বাবার দাবী, তার মেয়েকে হত্যা করা হয়েছে।
হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হতে মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।