fbpx
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বাড়িআন্তর্জাতিকজাতিসংঘের মহাসচিব যাচ্ছেন মস্কো সফরে

জাতিসংঘের মহাসচিব যাচ্ছেন মস্কো সফরে

আগামী মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো সফরে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এ সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

শুক্রবার বিবিসির খবরে বলা হয়, গুতেরেসের মুখপাত্র এরি কানেকো মস্কো সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। এই সফরে চলমান ইউক্রেন যুদ্ধ থামাতে করণীয় নিয়ে আলোচনা হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে থেকেই জাতিসংঘের মহাসচিব রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে দুই দেশের মধ্যে সংলাপের ওপর গুরুত্ব দিয়ে আসছেন। রাশিয়ার সামরিক অভিযান জাতিসংঘের সনদ লঙ্ঘন করেছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতিসংঘ মহাসচিবের এমন মন্তব্যের পর থেকে আর তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি পুতিন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments