fbpx
শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪
বাড়িআন্তর্জাতিকআফগানিস্তানের কুন্দুজ শহরের মসজিদে বোমা হামলা, নিহত ৩৩

আফগানিস্তানের কুন্দুজ শহরের মসজিদে বোমা হামলা, নিহত ৩৩

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ শহরের একটি মসজিদে গতকাল ২২ এপ্রিল (শুক্রবার) ভয়াবহ বোমা হামলায় অন্তত ৩৩ জন নিহত এবং ৪৩ জন আহত হয়েছে।

আফগানিস্তানের মসজিদগুলোতে সম্প্রতি একের পর এক বোমা হামলার ঘটনা ঘটছে।**

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সামাজিক মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে এই বোমা হামলার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

কুন্দুজ শহরের ইমাম সাহেব এলাকার মসজিদে ভয়াবহ বিস্ফোরণের বিরুদ্ধে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা এই অপরাধযজ্ঞের নিন্দা জানাই এবং যারা হতাহত হয়েছেন তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা। এই ঘটনায় জড়িতরা সমাজের শয়তানী চক্র এবং তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার জন্য আন্তরিক প্রচেষ্টা চলছে”।**

প্রদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান গতকালের হামলায় ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেছেন তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানান নি।**

হামলার জন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখনো দায় স্বীকার করেনি তবে এই ধরনের হামলা এর আগে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বেশ কয়েকবার চালিয়েছে।

গত বৃহস্পতিবার মাজার-ই-শরীফ শহরের একটি মসজিদে এমন এক হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছেন। গত এক সপ্তাহের মধ্যে এটি ছিল দেশটির হাজারা শিয়া সম্প্রদায়ের ওপর দ্বিতীয় বোমা হামলার ঘটনা।**

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments