শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর হাজারীবাগে একটি খাবারের হোটেলে গ্যাস সিলিন্ডারের লাইনে আগুন লেগে তিনজন দগ্ধ হয়েছেন।
হাজারীবাগের গনকটুলির এ দুর্ঘটনায় হোটেল মালিক মো. শহীদ (৪২), তার বাবা জয়নাল আবেদীন (৬৫) এবং কর্মচারী সজীব হোসেন (২২) দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।
ঢামেক বর্ণ ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আগুনে মো. শহীদ ৪০ শতাংশ, জয়নাল আবেদীন ১০ শতাংশ এবং সজীব হোসেন ৮ শতাংশ দগ্ধ হয়েছেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল্লাহ খান।