fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনামৌলভীবাজারের কুলাউড়ায় যুবকের লাশ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়ায় যুবকের লাশ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়ায় রনি শর্মা (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বিজলি গ্রামের বাসিন্দা রণজিৎ শর্মার ছেলে। শুক্রবার সন্ধ্যায় রনির লাশ উদ্ধার করা হয়। কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) হারুন আল রশীদ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রনি টিলাগাঁও বাজারে রেল স্টেশন সড়কে অবস্থিত যন্ত্রাংশ বিক্রির একটি দোকানের কর্মচারী ছিলেন। ওই দোকানটির মালিক স্থানীয় বাসিন্দা ফরহাদুল হক। বিকেল ৪টার দিকে পাশের এক দোকানদার রনিকে ফরহাদুলের দোকানের মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখন রনি একাই দোকানে ছিলেন। পরে পাশের ওই দোকানদার মুঠোফোনে বিষয়টি ফরহাদুলকে জানান। খবর পেয়ে ফরহাদুল ও রনির স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে রনিকে প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। অবস্থার অবনতি ঘটলে সন্ধ্যা ৭টার দিকে তাঁকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। পরে কুলাউড়া থানার পুলিশ গিয়ে রনির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শফিকুল ইসলাম জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই রনি মারা গেছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments