রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাতে সেনা অভ্যুত্থানের প্রক্রিয়া চলমান আছে বলে দাবি করেছেন ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল কিরিলো বুদানভ। তার দাবি, কোনোভাবেই এই সেনা অভ্যুত্থান থামানো যাবে না।
- তিনি বলেন, ‘রাশিয়া ফেডারেশনের নেতৃত্ব পরিবর্তন ঘটাবে এটি। এই প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে, তারা পরিকল্পনা মাফিক সামনে এগিয়ে যাচ্ছে।
- ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে দেওয়া সরসারি সাক্ষাৎকারে তিনি নিশ্চয়তা দিয়ে বলেন, ‘হ্যাঁ, তারা তাদের রাস্তায় আগাচ্ছে এবং তাদের আটকানো অসম্ভব।
- এসময় পুতিন শারীরিক ও মানসিকভাবে খুব খারাপ অবস্থায় আছেন বলেও মন্তব্য করেছেন এই ইউক্রেনীয় জেনারেল। তার দাবি পুতিন ক্যান্সারসহ নানা রোগে ভুগছেন। এসময় তিনি জোর গলায় দাবি করেছে, তিনি কোনোরকম প্রোপাগাণ্ড ছড়াচ্ছেন না