রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৪৮ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য উদ্ধার ও আটক করে।
মেট্রোপলিটন পুলিশের সুত্র জানায়, বোয়ালিয়া মডেল থানা-১০ জন, রাজপাড়া থানা-০৪ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার থানা-১০ জন, কাটাখালি থানা-০২ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০৭ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৭ জন ও ডিবি পুলিশ-০৫ জন, মোট ৪৮ জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৯ জনকে মাদকদ্রব্যসহ ও ২৯ জনকে অন্যান্য অপরাধে গ্রেফতার করা হয়েছে। রাজপাড়া থানা পুলিশের আটককৃত মোঃ সাইদুর রহমান জামিল @জামিল আহম্মেদ (৩৩) কে ২২ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
পবা থানা পুলিশ (১) ভদর নাকরা (৪৫) ও (২) সুরেন নাকরা (৪৮) কে ৭৫ লিটারমদ সহ আটক করে এবং কাশিয়াডাঙ্গা থানা পুলিশ (১) মোঃ রফিকুল ইসলাম @জাবেদ (৪৫) ও (২) মোসাঃ রুমি আক্তার সিপু (৩০) কে ১২ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবাসহ আটক করে।
ডিবি পুলিশ চার জনকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। তাদের মধ্যে (১) মোঃ হৃদয় ইসলাম (২০) নিকট হতে ১০ পিস , (২) মোঃ নিশাত রহমান @পাপ্পু (২২) নিকট হতে ১০ পিস ও (৩) মোঃ হৃদয় ইসলাম (২০) নিকট হতে ২০ পিস এবং (৪) মোঃ বকুল (৩২) নিকট হতে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বলে জানিয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।