ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দখলদারদের বর্তমান হামলা দোনবাস অঞ্চলকে জনবসতিহীন করে তুলতে পারে।
বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় তিনি এ শঙ্কার কথা জানান। খবর সিএনএনের
- জেলেনস্কি বলেন, তারা পুপসানা, বাখমুত, লিমান, লিসিচানস্ক, সেভেরদোনেৎস্ককে ভোলনোভাখা ও মারিওপুলের মতো পুড়িয়ে ছাই বানিয়ে ফেলতে চায়।
- ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের পূর্ব দোনবাসে রাশিয়ার এ তীব্র হামলা ‘গণহত্যার একটি সুস্পষ্ট নীতি’ প্রতিফলিত করে।
- তিনি আরও বলেন, সব মিলিয়ে, আমাদের নাগরিকদের তাড়িয়ে দেওয়া ও হত্যা করার মতো গণহত্যার একটি সুস্পষ্ট নীতি অনুসরণ করছে রাশিয়া।
- জেলেনস্কি বলেন, রাশিয়ার ওপর চাপ তৈরি করার অর্থ হলো— ‘আক্ষরিক অর্থে জীবন রক্ষা করা’। কিন্তু রাশিয়াকে ‘তুষ্ট’ করার জন্য বিলম্ব, বিরোধ বা প্রস্তাব মস্কোকে ‘নতুন ইউক্রেনীয় হত্যা’ ও এ মহাদেশে অন্যদের জন্য হুমকি সৃষ্টির দিকে নিয়ে যায়।
- সাম্প্রতিক সময়ে দোনবাস অঞ্চলের কর্তৃপক্ষ জানায়, সেভেরোদোনেৎস্ক ও লিসিচানস্ক দখলে নেওয়ার জন্য রুশ সেনারা ৪০টির বেশি অবস্থানে হামলা চালিয়েছে।
- এ ছাড়া ওই অঞ্চলে রাশিয়ার হামলা তীব্র পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মিলার।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর কিছুদিন পর নিজেদের লক্ষ্য পরিবর্তন করে মস্কো। ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানানোর পর থেকে দোনবাস অঞ্চলে হামলা জোরদার করে রুশ সেনারা। এর পর গুরুত্বপূর্ণ বন্দরনগরী মারিওপোলের দখলে নেয় রাশিয়া। এখন তারা দোনবাস অঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে।