fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকনেপালে নিখোঁজ বিমানের সন্ধান; ১৪ মরদেহ উদ্ধার

নেপালে নিখোঁজ বিমানের সন্ধান; ১৪ মরদেহ উদ্ধার

দীর্ঘ পাঁচ ঘণ্টা পর নেপালের নিখোঁজ বিমানের খোঁজ মিলেছে। ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গত রবিবার সকালের দিকে ৪ ভারতীয়, তিন জাপানি নাগরিকসহ ২২ আরোহীকে নিয়ে তারা এয়ারের ৯৯-এনএইটি বিমানটি নিখোঁজ হয়।

সোমবার (৩০ মে) কাঠমান্ডু পোস্ট এ তথ্য জানায়। বিমানটি একটি নদীর কাছে বিধ্বস্ত হয়েছে।

খবরে বলা হয়, নেপালে নিখোঁজ হওয়া বিমানের  ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে দেশটির সেনাবাহিনী জানায়, তারা এয়ারের বিমানটি মুসতাং জেলার মানপতি হিমালের লামচে নদীর মুখে বিধ্বস্ত হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, পোখারা থেকে জমসমের উদ্দেশে উড্ডয়নের ১০মিনিট পর সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আগ মুহূর্তে বিমানটি মুসতাং জেলার লেতে এলাকার আকাশে ছিল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments