fbpx
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বাড়িআন্তর্জাতিকহাঙ্গেরিকে বাদ দিয়েই রুশ তেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপে একমত ইইউ: রিপোর্ট

হাঙ্গেরিকে বাদ দিয়েই রুশ তেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপে একমত ইইউ: রিপোর্ট

হাঙ্গেরিকে বাদ দিয়েই রাশিয়া থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপে নীতিগতভাবে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা।

এই নিষেধাজ্ঞার ফলে চলতি বছরের শেষ নাগাদ রাশিয়া থেকে ৯০ শতাংশ তেল আমদানি কমবে।

ইউক্রেনে রুশ আগ্রাসনের জন্য তহবিলের একটি গুরুত্বপূর্ণ উৎস বন্ধ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে ইইউ। তবে পরিস্থিতি বিবেচনায় হাঙ্গেরিকে এই নিষেধাজ্ঞার আওতামুক্ত রেখেছে ২৭ জাতির এই জোট।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি ও সিএনএন, রয়টার্স ও আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এমন সময় এ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে ইইউ, যখন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক প্রদেশের সেভেরোডোনেটস্ক শহরে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে ভয়াবহ লড়াই চলছে। লুহানস্কের শুধু এই শহর এখন পর্যন্ত কিয়েভের নিয়ন্ত্রণে আছে।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযানের প্রায় তিন মাস পর মস্কোর ওপর সবচেয়ে কঠিন এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিল ইইউ।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন এই সমঝোতাকে একটি ‘বড় পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছেন।

ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল জানান, ব্রাসেলসে ইইউ সম্মেলনে নিষেধাজ্ঞার বিষয়ে ঐকমত্য হয়েছে। খুব শিগগিরই রাশিয়া থেকে দুই-তৃতীয়াংশ তেল আমদানি এ নিষেধাজ্ঞার আওতায় আসবে।

এতে রাশিয়ার যুদ্ধ অর্থায়নের বিপুল উৎস বন্ধ হবে।

ইইউ নেতারা বলেন, এ বছরের শেষ নাগাদ রাশিয়া থেকে তেল আমদানি ৯০ শতাংশ কমানোর বিষয়ে তারা একমত হয়েছেন। তবে হাঙ্গেরি রাশিয়া থেকে তেল আমদানি করতে পারবে। ভূবেষ্টিত দেশটি পাইপলাইনে সরবরাহ করা রাশিয়ার অপরিশোধিত তেলের ওপর অনেক বেশি নির্ভরশীল। অন্য বিষয়গুলোর মধ্যে রয়েছে নিষেধাজ্ঞার অর্থনৈতিক প্রভাব।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments