আবাসিক হলের কক্ষ দখলকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) ও বাংলার মুখ (বিএম) এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার (৯ জুন) রাত সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলে এ মারামারির ঘটনা ঘটে।
জানা যায়, শহীদ আব্দুর রব হলের ২৪৭ নম্বর কক্ষে ভিএক্স ও বিএম গ্রুপের দুজন করে চারজন জুনিয়র কর্মী থাকেন। বিকেলে কক্ষের দখল নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয়।এ ঘটনা দুই পক্ষের অন্যান্য সিনয়র-জুনিয়র কর্মীদের কানে গেলে তাদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়।
পরবর্তিতে বিষয়টি তাদের সিনিয়ররা মিটমাট করে দিলেও এ ঘটনার জেরে রাতে ভিএক্স গ্রুপের কর্মীরা বিএম গ্রুপের দখলে থাকা রুমগুলোতে অতর্কিত হামলা চালান। এসময় প্রায় ৮টি রুমে ভাঙচুর করা হয় এবং এতে অন্তত ১০ জন ছাত্রলীগ কর্মী আহত হন। আহতদের বেশিরভাগই বিএম গ্রুপের কর্মী বলে জানা গেছে।
সূত্র জানায়, সংঘর্ষের সময় ছাত্রলীগ কর্মীদের হাতে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা ছিল। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়। পরে প্রক্টোরিয়াল বডি ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদেরকে চবি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে শহীদ আবদুর রব হলের প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বলেন, খবর পেয়ে আমরা হলে গিয়েছি। উভয়পক্ষকে নিয়ে বসেছি। প্রক্টোরিয়াল বডি ও পুলিশ প্রশাসন মিলে বসে সমাধানের দিকে যাচ্ছি। কয়েকজন আহত হয়েছে, তবে অবস্থা গুরুতর না। সূত্রঃ কালের কন্ঠ।