fbpx
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বাড়িবিনোদনমিথ্যে দোষারোপ, আইন উত্তর দেবে: যশ

মিথ্যে দোষারোপ, আইন উত্তর দেবে: যশ

‘চিনে বাদাম’ নিয়ে তরজা তুঙ্গে। শিলাদিত্য মৌলিক, এনা সাহার সব দাবি মিথ্যে? ‘চিনে বাদাম’ তরজায় নয়া মোড়! টুইটের পর এই প্রথম আনুষ্ঠানিক ভাবে বিবৃতি জারি করলেন ছবির নায়ক যশ দাশগুপ্ত।

শুক্রবার এমনই পাল্টা দাবি নায়ক যশ দাশগুপ্তের।

ছবি মুক্তির কয়েক দিন আগেই আনুষ্ঠানিক ঘোষণা করে সরে আসেন যশ। তার পরেই পরিচালক শিলাদিত্য মৌলিক অভিনেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ জানান। যশের আচরণে বিস্মিত, ব্যথিত প্রযোজক এনা সাহাও। ছবি-মুক্তির আগে পর্যন্ত নায়ক মুখে কুলুপ এঁটেছিলেন।

বৃহস্পতিবার নেটমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট। তার পরেই শুক্রবার তিনি বিস্ফোরক। বিবৃতি জারি করে যশের দাবি, ‘‘আমায় মিথ্যে দোষারোপ করা হচ্ছে। ভুল তথ্য ছড়ানো হচ্ছে। আমরা আইনি পথে এর মোকাবিলা করব। এবং আইনজীবীর পরামর্শ মেনেই পদক্ষেপ করব।’’ এ বিষয়ে সংবাদমাধ্যমকে আগামী দিনে সবিস্তার জানানোর আশ্বাসও দিয়েছেন তিনি।

অভিনেতার তরফ থেকে জানানো হয়েছে, চারটি অভিযোগ তাঁর বিরুদ্ধে। এক, ঝাঁ-চকচকে লোকেদের নেওয়া হয়নি বলে শুরু থেকেই অভিনেতার আপত্তি ছিল। দুই, ২০২২-এ দাঁড়িয়ে নেপথ্যে ধোঁয়া উড়বে, শ্যাম্পু করা চুল উড়বে— এমন ছবি শিলাদিত্য বানাতে পারেন না, সেটাও যশ জানতেন। তবু তাঁর আপত্তি। তিন, নাচের দৃশ্যে কেন কালো ছেলে থাকবেন? এতেও যশের আপত্তি এবং প্রশ্ন। চতুর্থ অভিযোগ, ছবির সঙ্গে কোনও আত্মিক বন্ধন ছিল না অভিনেতার।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments