বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১০ জুন) দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিএনপির প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ২টা ৫০ মিনিটে খালেদা জিয়া হাসপাতালের উদ্দেশে রওয়ানা হন। এরপর রাত সোয়া ৩টার দিকে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি হাসপাতালে পৌঁছে।
এর আগে রাত ২টা ৫৫ মিনিটের দিকে হাসপাতালের উদ্দেশ্যে গুলশানের বাসা ফিরোজা ত্যাগ করেন খালেদা। এ সময় তার সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন ও প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।
বিএনপির প্রেস উইংয়ের আরেক সদস্য শায়রুল কবির খান হাসপাতাল থেকে বলেন,খালেদা জিয়াকে রাত ৩টা ২০ মিনিটের দিকে অধ্যাপক ডা. শাহাবুদ্দীন তালুকদারের তত্ত্বাবধানে ভর্তি করা হয়েছে।