রাজধানীর মেরুল বাড্ডার ঝিলপাড়ের আনন্দনগর এলাকায় ছুরিকাঘাতে নাসির (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নাসির ঝিলপাড় এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরিফ (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বাড্ডা থানারঅফিসার ইন চার্জ রফিকুল ইসলাম জানান, রাতে ঝিলপাড়ের আরিফ নামে এক যুবক নাসিরের বুকে ছুরিকাঘাত করেন। পরে খবর পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাসিরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া আরিফকে আটক করা হয়েছে।