মঙ্গলবার রাতে তাইওয়ানে নেমে বুধবার সকালে দেশটির পার্লামেন্টে ভাষণ দেন ন্যান্সি পেলোসি। এছাড়াও তিনি বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে।
পার্লামেন্টে দেয়া ভাষণে তিনি তাইওয়ানকে ‘বিশ্বের অন্যতম মুক্ত সমাজ’ আখ্যায়িত করেছেন।
পেলোসি বলেছেন, ‘আমাদের এই সফরই দ্ব্যর্থহীনভাবে স্পষ্ট যে, তাইওয়ানের প্রতি প্রতিশ্রুতি ভঙ্গ করব না আমরা। তাইওয়ানকে কখনো ছুড়ে ফেলবে না যুক্তরাষ্ট্র। তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ’
যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে সংসদীয় আদান-প্রদান আরও বাড়াতে চান বলে জানিয়েছেন তিনি।
চীন কোনোভাবেই পেলোসির এই সফরকে মানতে পারছে না। এই সফর নিয়ে একাধিকবার কড়া বার্তা দিয়েছে বেইজিং।
সূত্র: আল-জাজি