fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িবিনোদনটিকটকে ঢুকতে সমস্যা বাংলাদেশে

টিকটকে ঢুকতে সমস্যা বাংলাদেশে

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের ট্রাফিক কমে গেছে বাংলাদেশে। আজ রোববার বিকেলের পর থেকে টিকটকে ঢুকতে সমস্যা হচ্ছে বলে বেশ কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন। ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠানগুলোও জানিয়েছে, তারা টিকটকের ব্যবহার কম দেখতে পাচ্ছেন।

টিকটক বাংলাদেশে বন্ধ বা নিয়ন্ত্রণ করা হয়েছে কি না, সে বিষয়ে জানতে চাইলে মন্ত্রী মোস্তাফা জব্বার আজ রাতে প্রথম আলোকে বলেন, ‘আমরা কিছু করিনি।’

রাকিব উদ্দিন নামে একজন টিকটক ব্যবহারকারী প্রথম আলোকে বলেন, তিনি সন্ধ্যার পর থেকে টিকটকে ঢুকতে গিয়ে সমস্যায় পড়ছেন। কনটেন্টের ছবি ও ব্যবহারকারীদের প্রোফাইলের ছবি দেখা যাচ্ছে না। আরেক ব্যবহারকারী বলেছেন, তিনি দুপুরের পর একটি ভিডিও আপলোড করতে গিয়ে পারেননি।

বাংলাদেশে টিকটকের অপব্যবহার নিয়ে কথা বলে আসছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। গত জুন মাসে তিনি বলেছিলেন, টিকটক একটি নতুন রোগ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments