fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়শিক্ষা ও সাহিত্যগুচ্ছ ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

গুচ্ছ ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। শিক্ষার্থীরা এই https://gstadmission.ac.bd/login-id ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

মঙ্গলবার দুপুর ৩টায় ফলাফল প্রকাশের জন্য অনলাইনে ২২ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের কাছে ফলাফল তুলে ধরেন জবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক তার নিজ কক্ষে সাংবাদিকদের কাছে এ তথ্য প্রদান করেন। তিনি জানান, যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় তাদের চ্যালেঞ্জ করার সুযোগ দেয়া হবে। ২০ তারিখের পর ২ হাজার টাকা ফি প্রদান করে চ্যালেঞ্জের সুযোগ পাবে।

৫৬ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, ৪৩ দশমিক ৬৮ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে। এবারের ‘বি’ ইউনিটের পরীক্ষায় ৩৭ হাজার ৩৫১ জন শিক্ষার্থী ৩০ এর কম নম্বর পেয়ে অকৃতকার্য হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments