রাজশাহী জেলার চারঘাট থানার শিবপুরে র্যাব অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা সহ ১ জনকে আটক করেছে। র্যাব-৫ সূত্র জানায়, ০৪ই আগষ্ট গোপন সূত্রের তথ্যে র্যাব জানতে পেরে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের এর একটি দল রাত সাড়ে ১০ টার দিকে চারঘাট থানার শিবপুরে, শেখপাড়া এলাকায় অপারেশন পরিচালনা করে।
অভিযানে মোঃ বাদশা মিয়া (৩২) পিং- মৃতঃ তছির শেখ এর হেফাজত হইতে উক্ত মাদকদ্রব্য সহ ০১ টি মোবাইল,০১ টি সীম ও টাকা উদ্ধার এবং মোঃ বাদশা মিয়াকে আটক করা হয়।
উক্ত মোঃ বাদশা মিয়াকে আসামী করে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১)সারণি ১৯(ক) ধারার মামলা রুজু করা হয়েছে।