শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২টি ছক্কা মেরে নিউ জিল্যান্ডের মার্টিন গাপটিলকে (১০৩) টপকে যান রোহিত শর্মা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিতের ছক্কার সংখ্যা দাঁড়ায় ১০৪। ক্রিস গেইলের ছক্কার সংখ্যা ১০৫টি।
রোববার ৫১ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন রোহিত শর্মা। ৬টি চার আর ৩টি ছক্কায় সাজানো রোহিতের ইনিংস। ১১ তম ওভারে সুনীল নারিনরকে ডিপ মিড উইকেটে ছয় মেরে গেইল টপকে যান রোহিত শর্মা।
কেরিয়ারের ৯৬ তম ম্যাচে এই রেকর্ড গড়লেন রোহিত শর্মা। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রানের রেকর্ডটিও রোহিত শর্মার দখলেই। তাতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিতের ছক্কার সংখ্যা গিয়ে দাঁড়াল ১০৭।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইলের ছক্কার রেকর্ড ভেঙে ফেলার হাতছানি ছিল হিটম্যান রোহিত শর্মার সামনে। রবিবার ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি ছক্কা হাঁকাতে পারলেই গেইল টপকে টি-টোয়েন্টিতে ছক্কার রাজা হয়ে যাবেন রোহিত শর্মা।