fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িরেলওয়েট্রেনের টিকিট ছাড়াই শতশত পরীক্ষার্থী, ভোগান্তিতে যাত্রীরা

ট্রেনের টিকিট ছাড়াই শতশত পরীক্ষার্থী, ভোগান্তিতে যাত্রীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন ক্যাটাগরির ভর্তি পরীক্ষা ঘিরে ট্রেন, বাস ও প্রাইভেট গাড়ি করে আসছেন পরীক্ষার্থীরা। এদের মধ্যে ঢাকা-চট্টগ্রাম, সিলেট-চট্টগ্রাম মুখী প্রায় প্রতিটি ট্রেনেই আসছেন পরীক্ষার্থীরা। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম ঢাকা মুখী ট্রেনেই শুরু হয়েছে নানা সমস্যা।

এসব ট্রেনে করেই আসছে টিকেট বিহীন শত শত পরীক্ষার্থী। টিকেট বিহীন চবির পরীক্ষার্থীদের ট্রেন ভ্রমণের সময় ট্রেনের টিকেট চেকাররা (টিসি) কোন কিছু জিজ্ঞেস করার আগেই শত শত পরীক্ষার্থী মারমুখী হয়ে এগিয়ে আসেন। এ সময় ভাংচুর, ট্রেনের ইঞ্জিনের সামনে বসে থেকে ট্রেন অবরোধ, স্টাফদের আটকে রাখা ও নিরাপত্তার প্রশ্নে আতংক এবং অসহায়ত্ব প্রকাশ করেন রেলওয়ে প্রশাসনের দায়িত্বশীলরা। ফলে চবির ভর্তি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত শত শত পরীক্ষার্থী বিভিন্ন ট্রেনে বিনা টিকেটে প্রতিদিনই ভ্রমণ করতে পারেন বলে আশংকা সংশ্লিষ্টদের।

ঢাকা থেকে সূবর্ণা এক্সপ্রেসে (শুক্রবার রাতে আসা) আসা ব্যবসায়ী কামাল উদ্দিন ক্ষোভের সঙ্গে বলেন, ৫ দিন আগে ট্রেনের টিকেট কেটেও অনেক কষ্টে সিটে বসতে পেরেছি। বিনা টিকেটর যাত্রীরা আমার সিট দখল করে রেখেছিল। রেলের স্টাফরা এসে অনেক অনুরোধ করেই আমাকে বসিয়েছে। চট্টগ্রামে নাকি পরীক্ষা আছে, তাই বলে বিনা টিকেটে ভ্রমণ করবেন তারা? এটা কোন ধরণের আচরণ। দেশে কি কোন মা-বাবা নেই। তবে এসব নিয়ে সরকার বা রেল প্রশাসন আরও কঠোর না হলে দিন দিন বেড়েই যাবে বলে জানান তিনি। এমন অভিযোগ চট্টগ্রাম-ঢাকা রুটের সব ট্রেনের অধিকাংশ যাত্রীদেরই। যা ট্রেনে আসা যাত্রীদের রেল ষ্টেশনে অভিযোগের শেষ নেই।

চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ম্যানেজার মোহাম্মদ আবুল কালাম চৌধুরী বলেন, কয়েকদিন আগে লাকসামে সোনার বাংলা ট্রেন আটকে রেখেছিল পরীক্ষার্থীরা। এতে পরীক্ষার্থীদের কাছে বিনা টিকেটের বিষয়ে প্রশ্ন করলে উল্টো আমাদের স্টাফদের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন। এসময় দীর্ঘক্ষণ ট্রেনও আটকে রাখেন তারা। পরে আমি সরাসরি উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ট্রেন চলাচল স্বাভাবিক করতে হয়েছে। তারপরও চেষ্টা করছি কোন ধরণের সমস্যা ছাড়াই ট্রেন চলাচল স্বাভাবিক রাখার জন্য। এসব কারণে রেলের আয় বা রাজস্ব থেকেই বঞ্চিত হচ্ছে বলে জানান তিনি।

জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষসহ নানা ক্যাটাগরির ভর্তি পরীক্ষা ঘিরে দেশের বিভিন্ন অঞ্চল থেকেই আসছে ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীরা। প্রতিদিনই বিভিন্ন ক্যাটাগরি ভর্তি পরীক্ষায় হাজার হাজার পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করছেন। আগামী ২৪ আগস্ট পর্যন্ত চবিতে ভর্তি পরীক্ষা চলবে। সর্বশেষ গতকাল শনিবারও পরীক্ষা হয়েছে। বিভিন্ন অঞ্চল থেকে আসা পরীক্ষার্থীদের মধ্যে কেউ আসছেন ট্রেনে, কেউ আসছেন বাসে, কেউ আসছেন প্রাইভেট গাড়ি নিয়ে, আবার কেউ বা আসছেন কয়েকজন মিলে গ্রুপ করে মাইক্রোবাস যোগে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments