fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িরাজধানীরাজধানীর হাতিরঝিল থানায় যুবকের ‘ঝুলন্ত’ লাশ

রাজধানীর হাতিরঝিল থানায় যুবকের ‘ঝুলন্ত’ লাশ

হাতিরঝিল থানায় পুলিশের হেফাজতে থাকা অবস্থায় এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তার নাম সুমন শেখ। তার বাড়ি নবাবগঞ্জ থানার দক্ষিণকান্দি।

পুলিশের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। তবে পরিবার বলছে, সুমনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।এ ঘটনায় শনিবার বিকালে বিক্ষুব্ধ স্বজনরা হাতিরঝিল থানার সামনে বিক্ষোভ করেন।

সুমনের স্ত্রী জান্নাত আরা জানান, সুমন রামপুরা টিভি সেন্টারের পাশে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সেখানে চুরির অভিযোগে তাকে মারধর করা হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। রাতে থানায় আনার সময় সুমনকে মারধর করেছে পুলিশ। এরপর থানা হাজতে নির্যাতনের সময় সুমনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ‘আমার স্বামীরে ওরা থানার ভেতর মেরে ফেলছে। অফিসে ওরে মারছে। রাতে পুলিশ গিয়ে নিয়ে আসছে। পুলিশও মারতে মারতে আনছে। রাতে আমি থানায় দেখতে আসছিলাম, আমারে অকথ্য ভাষায় গালাগালি করে বের করে দিছে।’

ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি আজিমুল হক বলেন, ‘থানার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, উনি থানা হাজতের ভেতরে গ্রিলের সঙ্গে ঝুলে মারা গেছেন।’সূত্র বলছে, এ ঘটনায় পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার বিকালে সুমনের লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments