কাতারাত আল-ইমাম আলী মাজারটি কারবালা শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে পশ্চিম মরুভূমির ভেতরে অবস্থিত।
ইরাকের মধ্যাঞ্চলীয় প্রদেশ কারবালায় একটি মাজারে ভূমিধসে অন্তত চার জন নিহত হয়েছে।শনিবার ভূমিধসে মাজারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
একটি বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে ছয় জনকে জীবিত উদ্ধার করেছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ চাপা পড়ে থাকায় উদ্ধারকাজ অব্যাহত রাখা হয়েছে।
সংবাদ সংস্থা রয়টার্স জানায়, কাতারাত আল-ইমাম আলী মাজারটি কারবালা শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে পশ্চিম মরুভূমির ভেতরে অবস্থিত।
বিবৃতিতে ইরাকের দমকল বাহিনী জানিয়েছে, আর্দ্রতার কারণে ভূমিধসের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খসে পড়া বড় বড় বোল্ডারের আঘাতে মাজারটির ছাদ ধসে গেছে।