fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িখুলনানড়াইলথানা হবে মানুষের আস্থার জায়গা: এসপি সাদিরা

থানা হবে মানুষের আস্থার জায়গা: এসপি সাদিরা

নড়াইলের নবাগত পুলিশ সুপার সাদিরা খাতুন বলেছেন, পুলিশ সুপারের কার্যালয়, থানা, পুলিশ তদন্ত কেন্দ্র এবং পুলিশ ফাঁড়ি থাকবে সবার জন্য উন্মুক্ত। থানা হবে নির্যাতিত মানুষের আস্থার জায়গা।

রোববার দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, পুলিশ কর্মকর্তা হিসেবে মানুষের জন্য সেবা করার অন্যতম স্থান হলো থানা। জেলার চারটি থানা হবে নির্যাতিত মানুষের আস্থার জায়গা।

থানা থেকে সেবা না পেয়ে কেউ যেন ফিরে না যায় সেদিকে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে পুলিশ সুপার আরও বলেন, থানা হবে দালাল মুক্ত। কোনো কাজের জন্য আপনাদের দালালের কাছে যাওয়ার দরকার নেই। সমস্যা হলে সরাসরি থানায় চলে আসুন পুলিশ সেবা না দিলে আমাকে জানান। যে কোনো বিষয়ে সুনির্দিষ্ট তথ্য থাকলে আমাকে দিন আমি ব্যবস্থা নেব।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়াসহ অন্যরা। মতবিনিময় সভায় জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments