সচেতন বার্তা, ৭ আগস্ট:রাজশাহী নগরীতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী লিলি (৪৮) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে নগরীর মতিহার থানা পুলিশ।
গত মঙ্গলবার দিবাগত রাত ১১টার তাকে নগরীর মতিহার থানাধীন তালাইমারী বেদে-পাড়া থেকে আটক করে ওয়ারেন্ট অফিসার এসআই সাহাবুল ও সঙ্গীয় ফোর্স। আটককৃত লিলি ওই এলাকার মোয়াজ্জেমের স্ত্রী।
ওয়ারেন্ট অফিসার জানায়, একাধিক মাদক মামলার আসামী লিলি। এর মধ্যে বিজ্ঞ আদলত কতৃক একটি মাদক মামলায় তার ১ বছরের কারাদন্ড প্রদান করেছেন। সেই মামলার ওয়ারেন্টে তাকে আটক করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে লিলিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।