তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান প্রতিবেশী গ্রিসকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইজিয়ান সাগরের আকাশে তুরস্কের যুদ্ধবিমানকে ‘হয়রানি’ অব্যাহত রাখলে তাকে ‘কড়া মূল্য’ দিতে হবে। সামরিক পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত দিয়ে তিনি এ কথা বলেন।
ভূমধ্যসাগরীয় প্রতিবেশী এই দুই দেশই ন্যাটোভুক্ত। সমুদ্র ও আকাশসীমা নিয়ে দীর্ঘদিন থেকেই তাদের মধ্যে বিরোধ চলছে।
এর জেরে প্রায় প্রতিদিনই তুরস্কের উপকূলীয় এলাকার নিকটবর্তী গ্রিক দ্বীপের চারপাশে দুই দেশের যুদ্ধবিমানের টহল ও বাধা দেওয়ার ঘটনা ঘটে। স্যামসান শহরে এক জনসভায় এরদোয়ান বলেন, ‘গ্রিস ইতিহাস দেখো। আর সামনে এগোলে তোমাকে কড়া মূল্য দিতে হবে। ’ তবে উল্টো দাবি করে গ্রিস বলেছে, তুরস্কই তাদের আকাশসীমায় বেশি মহড়া চালাচ্ছে।