fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িবাংলাদেশফরিদপুরফরিদপুরে ইউএনও প্রত্যাহারের খবরে মিষ্টি বিতরণ

ফরিদপুরে ইউএনও প্রত্যাহারের খবরে মিষ্টি বিতরণ

ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আকতারকে প্রত্যাহার করা হয়েছে। গত রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সিনিয়র সহকারী সচিব মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

জনস্বার্থে তাঁকে সালথার ইউএনওর পদ থেকে প্রত্যাহার করে নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ঢাকায় পদায়ন দেওয়া হয়েছে।

ইউএনও তাছলিমা আকতার ২০২১ সালের ১৩ অক্টোবর সালথা উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন।

ইউএনও থাকাকালে তিনি বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। তাঁর স্বামী শাহেদ চৌধুরীকে দিয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করায় তিনি বিতর্কে জড়িয়ে পড়েন। তখন ঘর নির্মাণে অনিয়মেরও অভিযোগ ওঠে। এ ছাড়া অফিস সহকারীদের সঙ্গে দুর্ব্যবহারেরও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিতর্কিত এই ইউএনওর প্রত্যাহারের খবরে উপজেলার বিভিন্ন জায়গায় বীর মুক্তিযোদ্ধা সন্তান ও সেবাপ্রার্থীদের উল্লাস প্রকাশ করতে দেখা গেছে। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণও করেন তাঁরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments