fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকরুশ দূতাবাসে হামলার দায় স্বীকার আইএসের

রুশ দূতাবাসে হামলার দায় স্বীকার আইএসের

আফগানিস্তানের রাজধানী কাবুলে রুশ দূতাবাসের সামনে সোমবার আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস।

এ হামলায় দুইজন দূতাবাস কর্মীসহ ২৫ জন নিহত হয়েছেন। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস খোরাশান এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

রুশ দূতাবাসের প্রবেশ পথের মুখে সোমবার ওই হামলা হয়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সন্ত্রাসী গোষ্ঠী আইএসে এ হামলা চালিয়েছে। খবর ভয়েজ অব আমেরিকার।

গত বছরের আগস্ট মাসে বিদেশি সেনাদের কাছ থেকে তালেবান আফগানিস্তানের দায়িত্বভার গ্রহণের পর এ প্রথম কোনো বিদেশি কূটনৈতিক স্থাপনায় সন্ত্রাসী হামলা হলো।

হামলার ব্যাপারে প্রাথমিক তদন্ত শেষে রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, দূতাবাসের একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। তারা দুজনই রাশিয়ার নাগরিক।

হামলায় বাকি যারা নিহত হয়েছেন, তাদের বেশিরভাগই আফগান নাগরিক। তারা সবাই রাশিয়ার ভিসার জন্য সেখানে অপেক্ষা করছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments