কিশোরগঞ্জে নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার সকালে আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম নাঈম ওরফে সাদ্দাম হোসেন (২৭)। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গাজীরচর ইউনিয়নের সাদিরচর গ্রামের নূরুল ইসলাম ওরফে জঙ্গু মিয়ার ছেলে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ১ আগস্ট সকালে নেশার টাকা না পেয়ে ছেলে সাদ্দাম হোসেন নিজ বাড়িতে মাকে হাত পা বেঁধে গলা কেটে হত্যা করে।