রাজধানীর তেজগাঁওয়ে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় আলী হোসেন নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।তিনি সরকারি বিজ্ঞান কলেজের দশম শ্রেণির ছাত্র। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানার কৃষ্ণপুরে।
রোববার সকাল ৭টায় তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেসের সামনে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন আলী হোসেন। তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, তেজগাঁও বিজি প্রেসের সামনে সকালে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন শিক্ষার্থী আলী হোসেন। তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি তেজগাঁও শিল্পাঞ্চল থানাকে জানিয়েছি।