fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকক্যাপিটল হিলে হামলা: ‘দোষী সাব্যস্ত হতে পারেন ট্রাম্প’

ক্যাপিটল হিলে হামলা: ‘দোষী সাব্যস্ত হতে পারেন ট্রাম্প’

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত হতে পারেন। এমন সম্ভাবনার কথা জানিয়েছেন হোয়াইট হাউজের সাবেক আইনজীবী টাই কভ।

ওই দিন ট্রাম্পের হাজার হাজার সমর্থক বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের সার্টিফিকেশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ক্যাপিটল হিলের সামনে জড়ো হন। তারা এক পর্যায়ে ক্যাপিটল ভবনে হামলা চালান।

সাবেক স্পেশাল কাউন্সেলে রবার্ট মুলারের বিরুদ্ধে যে তদন্ত হয় সেসময় টাই কভ হোয়াইট হাউজের প্রতিনিধিত্ব করেছিলেন।

টাই কভ বলেন, ক্যাপিটল হিলে হামলার ঘটনায় উসকানি দেওয়ার কারণে ডোনাল্ড ট্রাম্প আইনি শাস্তির মুখে পড়তে পারেন এবং এ সম্ভাবনা অনেক বেশি।

চলতি সপ্তাহে অন্য এক পোস্টে টাই কভ বলেন, ফ্লোরিডার মার-আ-লাগো বাড়িতে যেসব গোপন নথি পাওয়া গেছে তাতে শাস্তির মুখে পড়ার চেয়ে অনেক বেশি সম্ভাবনা রয়েছে ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় উসকানি দেওয়ার জন্য।

ওই ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে জর্জিয়া, অ্যারিজোনা, পেন্সিলভিনিয়া এবং মিশিগানের আদালতে আইনি প্রক্রিয়া চলছে। ২০২১ সালে ৬ জানুয়ারি হামলার ঘটনায় পাঁচজন নিহত হয়েছিল।

সম্প্রতি ট্রাম্পের মার-আ-লাগো বাড়িতে এফবিআই বিপুল পরিমাণ গোপন নথিপত্র ও রাষ্ট্রীয় রেকর্ড উদ্ধার করে। এ নিয়ে মার্কিন রাজনীতিতে তোলপাড় চলছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments