fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঅপরাধকারাগারে ছেলেকে দেখতে আসা বাবাকে আটক

কারাগারে ছেলেকে দেখতে আসা বাবাকে আটক

কারাগারে বন্দি ছেলেকে দেখতে এসে গাঁজাসহ আটক হয়েছেন এক বাবা। মঙ্গলবার দুপুরে গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।

আটক মো. গোলাম আক্তার কুমিল্লার মুরাদনগরের পীর কাশিমপুর এলাকার মৃত নুরুল হকের ছেলে।

জিএমপির কোনাবাড়ী থানার এসআই শওকত ইমরান জানান, গোলাম আক্তারের ছেলে মো. সাইফুদ্দিন একটি খুনের মামলায় গ্রেপ্তার হয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দি আছেন।

মঙ্গলবার দুপুরে তিনি ছেলের সঙ্গে দেখা করতে আসেন। প্রধান ফটকের চেকপোস্টে কারারক্ষীরা তার জামা তল্লাশি করে এক পুরিয়া গাঁজা, কিছু তামাক মিকশ্চার, একটি কলকি ও একটি ছোট কেঁচি উদ্ধার করেন। বিষয়টি থানায় অবহিত করলে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান, গোলাম আক্তার মাজারে মাজারে থাকেন। গাঁজা ও সরঞ্জাম নিজে খাওয়ার জন্য সঙ্গে রেখেছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments