ক্রিকেটপাড়ায় প্রচলিত আছে, বাংলাদেশের জাতীয় দল নির্বাচন থেকে শুরু করে একাদশ নির্বাচন; টস জিতে ব্যাটিং কিংবা বোলিং নেওয়া―সব ক্ষেত্রেই মাথা ঘামান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
একটা সময় তিনি প্রকাশ্যেই বলতেন, তার পছন্দের একাদশ হয়নি। কিংবা টস জিতে তিনি ব্যাটিং নিতে বলেছিলেন; পরে হয়েছে উল্টোটা। সেই নাজমুল হাসান পাপন এবার দাবি করলেন, তিনি এসব নিয়ে মাথা ঘামান না।আড়াই বছর ধরেই নাকি তিনি এসবে নেই!
আজ সোমবার মিরপুর শেরে বাংলায় বিশ্বকাপের সম্ভাব্য দল সম্পর্কে কিছু জানেন না দাবি করে বিসিবি সভাপতি বলেন, ‘এটা আমার জন্য বলা মুশকিল। মানে এটা আমি জানি না। মানে কে থাকবে কে থাকবে না সেটা আমি এখন বলতে পারছি না। এটা বারবারই বলছি, কিন্তু মনে হয় আপনারা আগের জায়গা থেকে সরেন নাই। সেরা একাদশে কারা খেলছে সেটাই আমি জানি না। খেলার দিন ছাড়া আমি এটাই এখন পর্যন্ত জানতে পারি না। কাজেই আমি বলব কিভাবে?’
দল নির্বাচনে নিজের কোনো ভূমিকা নেই বলে দাবি করেন পাপন। তিনি বলেন, ‘আমার কাছে তো মতামত চাওয়া হয় না। একটা লিস্ট আসে প্লেয়িং ইলেভেনের। আমরা যে এশিয়া কাপ খেলতে গেলাম, খেলার দিন দুপুরবেলা পাই যে―এটাই বেস্ট ইলেভেন। কাজেই এখানটায় পুরোটাই তাদের (নির্বাচক, টিম ম্যানেজমেন্ট) ব্যাপার। আপনারা যেটা বলছেন, আড়াই বছর আগে কী হতো? আড়াই বছর ধরে আমি নাই এটা তো আপনারা জানেনই।
বিসিবি সভাপতি জানিয়েছেন, দল নির্বাচন যাদের দায়িত্ব তারাই সেই কাজটা করে থাকেন। সব শেষে তার কাছে দলের লিস্ট পাঠানো হয়। নাজমুলের ভাষায়, ‘এখানে অধিনায়ক আছে, টেকনিক্যাল পরামর্শক আছে, নির্বাচকমণ্ডলী আছে, তারা একটা নাম (লিস্ট) পাঠায়। সেখানে কে থাকবে না থাকবে সে বিষয়ে কোনো ধারণাই নেই আমার। ’