fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িতাঁরকাবাংলাদেশিদের জন্য সালমান খানের বার্তা

বাংলাদেশিদের জন্য সালমান খানের বার্তা

আপনি যদি সালমান খানের ভক্ত হয়ে থাকেন, তাহলে নিশ্চিতভাবেই তার ‘বিয়িং হিউম্যান ফাউন্ডেশন‘র কথা জানেন। বলিউডের এই সুপারস্টার তার মানবিক সহায়তার প্রতিষ্ঠান বিয়িং হিউম্যান ফাউন্ডেশনের মাধ্যমে প্রতি বছর হাজার হাজার মানুষকে স্বাস্থ্য ও শিক্ষাখাতে সহায়তা করে থাকেন।

তবে শুধু তাই নয়, সালমান ও তার পরিবারসহ বন্ধু-বান্ধবদেরও নিশ্চয় অনেক ভক্তই ‘বিয়িং হিউম্যান’ লিখিত টি-শার্ট পরাও দেখেছেন। এ ফাউন্ডেশনের কাপড়ের ব্যবসাও রয়েছে যার শাখা এবার প্রথমবারের মতো উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশে।

একটি ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশে আউটলেট খোলার বিষয়টি নিশ্চিত করেছেন খোদ সালমান খান। তিনি বলেন, ‘বাংলাদেশ তোমার জন্য আমার পক্ষ থেকে সারপ্রাইজ রয়েছে। বিয়িং হিউম্যান ক্লোথিং লাইন ঢাকায় উন্মোচিত হতে যাচ্ছে।’

বৃস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বনানীর ১০ নম্বর রোডে বিয়িং হিউম্যানের আউটলেটে আমন্ত্রণ জানিয়েছেন সালমান খান। ভারতজুড়ে পাঁচশোরও বেশি শাখা রয়েছে বিয়িং হিউম্যান’র।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments